ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে আগুন

প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৩ মে ২০১৭

গাইবান্ধার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে অগ্নিকাণ্ডে আটটি শ্রেণিকক্ষ, একটি অফিসকক্ষ, কম্পিউটার ও চেয়ারটেবিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ধানঘড়া এলাকায় প্রতিষ্ঠানটির দক্ষিণ ক্যাম্পাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার পর জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বিদ্যালয়টির আশপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ১০টার দিকে ঝড় বৃষ্টি থামলে ওই এলাকায় বিদ্যুৎ আসে।

তখন বিদ্যুতের ভোল্ট বেশি থাকায় বিদ্যালয়টির দক্ষিণ পাশের ১ নং ক্যাম্পাসে কম্পিউটার লাইনের সুইচ চালু থাকায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন টের পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জাগো নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।এ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরএআর/জেআইএম