ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৩ মে ২০১৭

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনজু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে খোলাহাটি ইউনিয়নের উত্তরবাড়ুইপাড়া (ভেলুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মনজু মিয়া ওই গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে পানি দেয়ার জন্য মঙ্গলবার দুপুরে মনজু মিয়া সেচপাম্পে বিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে মনজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএম/এমএস