ফরিদপুরে বিএনপির সমাবেশে পুলিশি বাধা, আটক ৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরেও সমাবেশ করার চেষ্টা করেছে নেতাকর্মীরা। তবে তা পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে শহরে কোর্ট পাড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট হাফিজুর রহমান। পরে পুলিশ এসে সমাবেশে বাধা দিলে তা পণ্ড হয়ে যায়।
ওই সময় পুলিশ বিএনপির অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করে। আটকরা হলেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস, ছাত্রদলের কর্মী রুহল আমিন, আরিফুল ইসলাম, স্বেচ্চাসেবক দল নেতা আলমগীর হোসেন রাজু।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন এ বিষয়ে বলেন, পুলিশের পূর্ব অনুমতি ছাড়া সমাবেশ করায় বাধা দেয়া হয়েছে।
এস.এম. তরুন/এএম/আরআইপি