ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গম এলাকায় সোলার প্যানেল বিতরণ করা হবে : বীর বাহাদুর

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ মে ২০১৭

যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় সরকার বিনামূল্যে সোলার বিদ্যুৎ দিয়েছে। বান্দরবানের দুর্গম তিন্দু, রেমাক্রি ছোট মদক, বড় মদক, পোয়ামুহরি, সোনাইছড়ি, দোছড়ি এসব এলাকায় খুব শিগগিরই বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে ।

শুক্রবার দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক মিলানায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইয়ং ম্রোসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি এর বিদ্যুৎ লাইন সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে একনেকে ৫৬৫ কোটি টাকা অনুমোদন দিয়েছেন ।

তিনি বলেন, দুর্গম এলাকায় সোলার প্যানেল বিতরণের জন্য এরই মধ্যে ২৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন ।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, যাদের স্বল্প পরিমাণ জমি আছে তাদেরকে বিনামূল্যে মিশ্র ফলের বাগান করে দিচ্ছে সরকার । এছাড়াও তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলার মধ্যে ১৩টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে বাঁশ ও বেতের চারা বিতরণ করা হবে । পার্বত্য জেলার বাঁশ ও বেতের হারানো ঐতিহ্য অচিরেই ফিরিয়ে আনা হবে বলেন মন্ত্রী।

দুপুরে জেলা পরিষদ আপদকালীন তহবিল থেকে ৭৭ জনের মধ্যে ২০ লাখ ৫ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৯ জনের মাঝে ৪ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী ।

এসময় বিভিন্ন সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন ।

সৈকত দাশ/এমএএস/পিআর