কালিগঞ্জে দুই শিক্ষক বরখাস্ত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর-কুশলিয়া স্কুল এন্ড কলেজের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিস্কৃত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক ও কুশলিয়া গ্রামের কাজী নুরুল হকের ছেলে কাজী সাইফুল্লাহ (৪২) এবং শরীর চর্চা শিক্ষক ও একই উপজেলার লক্ষীনাথপুর গ্রামের রাধাপদ সরকারের ছেলে প্রদীপ কুমার সরকার।
পরিচালনা পরিষদের সদস্য কাজী তাহফিল অারা সজল জানান, শ্রেণিকক্ষে পাঠদানকালে ওই দুই শিক্ষক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি করেন। ছাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে পরিচালনা পরিষদের সভা আহ্বান করা হয়।
সভায় ছাত্রীদের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আকরামুল ইসলাম/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান