আশুগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে ডুবে শীলা (০৫) ও সুবর্ণা (০৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শরিফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শীলা ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে ও সুবর্ণা বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় শীলা ও সুবর্ণা। গোসল করে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় শীলার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এরপর পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ