গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের (ঢাকা মোট্রো-ব ১৪-৯২১৫) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুঠোফোনে জাগো নিউজকে বলেন, বাসটি উদ্ধার করতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, স্থানীয় থানার পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রওশন আলম পাপুল/এমএএস/জেআইএম