ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের টিয়ারশেলে জাগো নিউজের হাফিজ আহত

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৭ মে ২০১৭

পুলিশের ছোড়া টিয়ারশেলে জাগো নিউজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে আরও ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকেও আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এর আগে বিভিন্ন দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

Hafiz

শিক্ষার্থীরা জানায়, আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে বিকেল ৫টার দিকে লাঠিচার্জ শুরু করে দুই শতাধিক পুলিশ। এসময় সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জাগো নিউজকে বলেন বলেন, এ ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

এমএএস/জেআইএম