ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৮ মে ২০১৭

ফরিদপুরের সালথায় দু`পক্ষের সংঘর্ষে সরোয়ার মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। রোববার সকালে লক্ষণদিয়া গ্রামের হাবিবুর রহমান ও হাফিজুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার।

তিনি ওই গ্রামের খাদিম মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ফরিদপুর শহরতলীর হঠাৎবাজার বেড়িবাঁধের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মাথায় গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অজ্ঞাত পরিচয় ওই যুবককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তরুন/এফএ/এমএস