দিনাজপুরে গ্রাম পুলিশদের স্মারকলিপি
চতুর্থ শ্রেণির কর্মচারীর সমস্কেল বেতন, রেশনিং ব্যবস্থা চালু ও অবসর ভাতার দাবিতে দিনাজপুরের গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন করেছে।
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার ব্যানারে রোববার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে জেলার ১৩ উপজেলায় কর্মরত কয়েকশ গ্রাম পুলিশ সদস্য অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খায়রুল আনাম, ইউসুফ আলী, বদিউজ্জামান, মোস্তাক আলী, তিলক, আব্দুর ওয়াহেদ ও হাফিজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমপরিমাণ বেতন স্কেল বাস্তবায়ন, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থার আওতায় আনা, ২০১৩ সালের প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর বিধিমালা কার্যকর এবং দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গ্রাম পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপন ও পুলিশ সুপারের দফতরের মাধ্যমে সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।
মানববন্ধন শেষে তারা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি পেশ করেন। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই স্মারকলিপি গ্রহণ করেন।
এমদাদুল হক মিলন/এএম/পিআর