ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ মে ২০১৭

কিশোরগঞ্জের ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মাইক্রোবাস চালক শাহীন (৩৫) ও আখাউড়া উপজেলার রাহেলা বেগম ( ২৩)।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মাইক্রোবাস চালক শাহীন ও রাহেলা বেগম সকালে ১৫ কেজি গাঁজা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে রওনা হয়ে ঢাকা যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড পৌঁছালে পুলিশ গাড়িটি আটক করে। এ সময় গাড়িটি চেক করে ওই মাদক পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গাড়িচালক পুলিশকে জানায়, মাইক্রোবাসটির মালিক বিজয়নগর এলাকার মো. আলমগীর। পরে এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আসামি করে থানায় মামলা করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক বহন করার ঘটনাটি গাড়ির মালিক আলমগীর অবগত নন বলে পুলিশকে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম