ঘূর্ণিঝড় মোরা : কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় মোরাকে কেন্দ্র করে রাঙামাটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় এবং জানমালের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম না করা পর্যন্ত সোমবার বিকেল থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অুনষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. সহীদ তালুকদার, এএসপি (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ জরুরি সেবা প্রদানকারী সংস্থার প্রধান ও অন্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড়ের আঘাতে যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য শহরে খোলা হয়েছে ১৬ আশ্রয়কেন্দ্র। এছাড়া জেলার প্রতিটি উপজেলা সদরে আশ্রয়কেন্দ্র খোলার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রসহ প্রতিটি বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, মোমবাতি ও চার্জলাইট সংগ্রহে রাখার আহ্বান জানানো হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/পিআর