ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর সমুদ্র থেকে ফিরেছেন বরগুনার জেলেরা

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ৩০ মে ২০১৭

উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় মোরা’র কোনো প্রভাব পড়েনি। গভীর সমুদ্রে বরগুনার যেসব জেলেরা মাছ ধরা অবস্থায় ছিলেন তাদের অধিকাংশই নিরাপদ উপকূলে ফিরে এসেছেন। যারা এখনও সাগরে আছেন তারাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাদের কাছে নেই। সকাল থেকে থমথমে আবহাওয়ায় আকাশ মেঘলা থাকলেও ধীরে ধীরে তা কাটতে শুরু করেছে। কর্মচাঞ্চল্য ফিরেছে সাধারণ মানুষের মাঝে। আশ্রয়কেন্দ্রও ছেড়েছেন লোকজন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চেীধুরী বলেন, ঘূর্ণিঝড় মোরা’র কোনো প্রভাব পড়েনি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এ কারণে যেসব জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় ছিল তাদের অনেকেই নিরাপদে ফিরেছেন। আর যারা ফিরতে পারেননি, তারাও নিরাপদের রয়েছেন।

ঝড়ের কবলে পড়ে কোনো মাছ ধরার ট্রলার নিখোঁজ বা ডুবে যায়নি জানিয়ে তিনি বলেন, জেলেদের সঙ্গে তাদের স্বজন ও জেলা ট্রলার মালিক সমিতি যোগাযোগ রেখেছে।

বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, বরগুনায় ঘূর্ণিঝড় মোরা’র তেমন কোনো প্রভাব পড়েনি। সামান্য দমকা হাওয়ার মধ্য দিয়েই বরগুনা ও এর আশপাশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এ কারণে বরগুনায় ক্ষয়ক্ষতির পরিমাণও একবারেই সামান্য। জেলা প্রশাসন জনপ্রতিনিধিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মোরা’র ক্ষয়ক্ষতির খোঁজ নেয়া হচ্ছে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/জেআইএম