ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বিভিন্ন মামলায় আটক ২৮

প্রকাশিত: ০৫:০৮ এএম, ১২ মে ২০১৫

ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ২৮ জনকে আটক করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শফিকুল ইসলাম জানান, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে দুই জন, সদর উপজেলা থেকে দশ জন, শৈলকুপা থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে আট জন, কোটচাঁদপুর থেকে এক জন ও মহেশপুর থেকে দুই জনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরাফাতুজ্জামান/এসএস/এমএস