দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তি হস্তান্তর
দিনাজপুরের বোচাগঞ্জে মাটির মধ্যে পাওয়া ১১শ গ্রাম ওজনের কষ্টি পাথরের তৈরি একটি হনুমানের মূর্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেছেন শাহীন আলম (৩৫) নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের হাতে তুলে দেয়া হয়।
শাহীন আলম উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া গ্রামের কাইউম মিস্ত্রির ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার তার সততায় মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাৎক্ষণিক তার হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩-৪ মাস আগে উপজেলা পাড়ার লুৎফুল ইসলাম (লুতু) কন্টাক্টরের বাড়িতে ট্রলি থেকে মাটি ফেলার সময় শাহীন আলম এ মূর্তিটি পেয়েছিলেন।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি