ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান জেলা শিবির সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ জুন ২০১৭

বান্দরবানে জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে নেয়া হয়।

কক্সবাজার এলাকার উখিয়া উপজেলার পূর্বদরগার বিল এলাকার শামসুল আলমের ছেলে রুহুল আমিন ।

পুলিশ জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর জেলার হাফেজঘোনা এলাকার চান্দাপাড়ায় সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ে সভা করছিল রুহুল আমিনসহ কয়েকজন। এ ঘটনায় বান্দরবান সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার গভীর রাতে বান্দরবান স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/আরএআর/পিআর