ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আত্রাই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১ এএম, ০৩ জুন ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম-সিরাজুল ইসলাম (১০)। সে চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের আবু তাহেরের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সিরাজুল ইসলাম দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে বৈকন্ঠপুর আত্রাই নদীতে আরও কয়েকজন মিলে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যান্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর ১১ নং তেতুঁলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুনিল কুমার শাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস