কিশোরগঞ্জে দু`টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের হোসেনপুরে বালু বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (১৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকালে উপজেলা সদরের গোলচত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার খুরশীদমহল এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি একটি ট্রাকের হেলপার ছিলেন। অন্যদিকে আহতরা হলেন, রানা মিয়া (২৭) ও রাসেল (২৪)।
হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানায়, বুধবার সকালে উপজেলা সদরের গোলচত্বর এলাকায় ময়নসিংহগামী একটি বালুবাহী ট্রাক ও কিশোরগঞ্জগামী অপর বালুবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ময়নসিংহগামী ট্রাকের হেলপার জাকির হোসেন নিহত হয়। আহত অবস্থায় রানা মিয়া (২৭) ও রাসেল (২৪) মিয়াকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নূর মোহাম্মদ/এসএস/এমএস