ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৪ জুন ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক দুটি ঘটনায় নানার বাড়িতে বেড়াতে এসে সানজিদা আক্তার (৩) ও লিমন হোসেন (৮) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

রোববার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে নদী ও খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে পৃথক জায়গায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

শিশু দুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর এম আই আজাদ হোসেন বলেন, উপজেলার পৌর এলাকার মিরাকান্দা গুচ্ছগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার দুপুরে বাড়ির পাশের কুমার নদের পানিতে পড়ে সানজিদা আক্তার (৩) এর মৃত্যু হয়। সানজিদা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শেখরকান্দি গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

অপরদিকে, কাইচাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির পাশে সুলনা খালের পাড়ে খেলা করা সময় খালের পানিতে পড়ে লিমন হোসেনের মৃত্যু হয়। লিমন রংপুর জেলার ইকবাল হোসেনের ছেলে।

এস.এম. তরুন/এএম/এমএস