ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একরাম হত্যা : চার্জশিটভুক্ত ২৭ আসামি কারাগারে

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৩ মে ২০১৫

ফেনীর ফুলগাজী উপজেলা সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে কারাগারে প্রেরণ করে আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে আদালতে হাজির হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একই আদেশে বিচারক ২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ২৭ আসামিকে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। গত ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়।

জহিরুল হক মিলু/এআরএ/আরআই