পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় আল আমিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার লোহাকাচি গ্রামের ইব্রাহিমের ছেলে এবং পাশের মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আল আমিন বাড়ির কাউকে না জানিয়ে একটি মোটরসাইকেল নিয়ে শালবাহান বাজারের দিকে যাচ্ছিল। এ সময় হাগুরাগছ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে আল আমিন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/আরএআর/এমএস