ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফমারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৭ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর কাজীরহাটে রফিকুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় সে।

নিহত রফিকুল ইসলাম চড়াইখোলা ইউনিয়নের সুবর্ণখুলি শিমুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল হোসেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাজবাড়ি জেলার বিনোদপুর গ্রামের উমর ফারুকের ছেলে চালক মুকুল হোসেন (৪৫) ও আফাজ উদ্দিনের ছেলে হেলপার সামসুল জোয়ার্দার (৩৫)।

পুলিশ জানায়, সকালে সাইকেলযোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সৈয়দপুর থেকে নীলফামারী অভিুমখে আসা ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৮৮২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর