ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দামুড়হুদায় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ জুন ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে বক্কর (৪৫) নামে এক বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তিনি উপজেলার ঠাকুরপুর গ্রামের গোপালের ছেলে। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

এলাকাবাসী ও বিজিবি জানায়, শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে বক্কর উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছে মহিষ চরাচ্ছিল। এ সময় ভারতীয় নোলেপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

খবর পেয়ে ঠাকুরপুর ক্যাম্পের বিজিবি কমান্ডার হাবিলদার খলিল এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল রাশেদুল আলম বলেন, বক্কর সীমান্তে মহিষ চরাতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের চিঠি দেয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/আরআইপি