নেত্রকোনায় নারীসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার
নেত্রকোনা শহরের চকপাড়া এলাকা থেকে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মাদক বিক্রেতা সঞ্জয় সাহা বাবু (৩২) ও শহরের চকপাড়া এলাকার মো. অলি মিয়ার মেয়ে মাদক বিক্রেতা হাসিনা আক্তার হাসি (৩৫)।
পুলিশ জানায়, সদর থানা এলাকার চকপাড়ায় অভিযান চালিয়ে শহরের নাগড়ার সুজিত সাহার ছেলে মাদক বিক্রেতা বাবু ও হাসিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
জাগোনিউজকে তিনি বলেন, গ্রেফতার বাবুর বিরুদ্ধে থানায় ৫ টি ও হাসির বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা রয়েছে। নতুন করে আবারও মাদক উদ্ধারের ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ২৭ মে শনিবার নেত্রকোনা ও পূর্বধলা উপজেলার ২৩৫ জন মাদকসেবী ও বিক্রেতা ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের পুলিশ লাইন্স মাঠে আত্মসর্মপন করে। তাদের নগদ টাকা, রিকশা, সেলাই মেশিন ও ছাগল দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
এমএমএ/