ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি চেয়ারম্যান-পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ জুন ২০১৭

লক্ষ্মীপুরের রায়পুুর উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম ও তিন গ্রাম পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাবা-ছেলেসহ একই পরিবারে তিনজনকে লাঠিপেটা করে কক্ষে তালা মেরে আটকে রাখার ঘটনায় এ মামলা করা হয়। রোববার (১১ জুন) দুপুরে ভুক্তভোগী ফেরদৌসি আক্তার খুকি বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলি আদালতে এ মামলা করেন। চেয়ারম্যান খোরশেদ ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ওই আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসেন মামলাটি আমলে নেন। এ সময় মামলাটি রায়পুর সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। মামলার আসামিরা হলেন, জয়নাল, গ্রাম পুলিশ সদস্য হুমায়ুন, শাহ জালাল, মুনছুরসহ ছয়জন।

আদালত সূত্র জানায়, উপজেলার পূর্ব চরপাতা গ্রামে জয়নালের জমি নিয়ে খলিলুর রহমানের বিরোধ চলে আসছে। জয়নাল ইউপি চেয়ারম্যান খোরশেদের ফুফাতো ভাই।

গত ৭ জুন বিকেলে চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে খলিল, তার স্ত্রী খুকি, ছেলে এসএসসি পরীক্ষার্থী রাহাত হোসেনকে ইউপি পরিষদে ডেকে আনে।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান খলিল ও রাহাতকে এলোপাতাড়ি লাঠিপেটা করে। বাধা দিলে খুকিকেও মারধর করা হয়। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে।

স্থানীয় লোকজন খবর পেয়ে রাতে তাদের উদ্ধার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ফেলা জখমের চিহ্ন রয়েছে।

মামলার বাদীর আইনজীবী মো. আনোয়ার হোসেন মৃধা বলেন, মামলাটি আদালত আমলে নিয়ে রায়পুর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

কাজল কায়েস/এএম/পিআর