ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৫ মে ২০১৫

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে ফারুক (৩০) নামে এক যুবকের তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের জনৈক আনোয়ার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাশের গ্রামের আব্দুল হাইয়ের কলেজ পড়ুয়া মেয়ে মুক্তাকে মোবাইল ফোনে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল ফারুক। এর আগে গ্রামে শালীসি বসিয়ে সাবধান করলেও ফারুক তাতে কর্ণপাত না করে আবারো উত্যক্ত করতে থাকে। অবশেষে মুক্তার অভিভাবক থানায় অভিযোগ দিলে পুলিশ ফারুককে আটক করে থানায় নিয়ে আসে।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সেলিম হোসেন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে ফারুকের তিন মাসের কারাদণ্ড দেন।

আব্বাস আলী/এআরএ/পিআর