ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীর প্রধান সড়ক চলাচলের অযোগ্য

প্রকাশিত: ১১:৫০ এএম, ১৩ জুন ২০১৭

পাবনা শহরের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কটির বিভিন্নস্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব স্থানে জমে থাকছে। আর এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এছাড়াও শহরের স্টেশন রোড, চাঁদ আলীর মোড়, পোস্ট অফিস মোড়, কলেজ রোড যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রিকশা ব্যাটারিচালিত বাহন, মোটরসাইকেল প্রভৃতি মাঝেমধ্যেই গর্তে পড়ে উল্টে পড়ে দুর্ঘটনা ঘটছে।

এদিকে এখন ঈদের ভিড়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। অথচ পৌর কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি নেই। স্থানীয়রা বলছেন, আপাতত খোয়া-রাবিশ দিয়ে গর্তগুলো বন্ধ করলেও যানবাহন চলাচল স্বাভাবিক হতো।

এসব ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল তহবিল সংকটের কথা উলে­খ করে বলেন, তৃতীয় ফেজে আগামী বছরে এই রাস্তার কাজ হবে। তবে আপাতত কিছু রাবিশ ফেলে চলাচল উপযোগী করা হবে।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু অবিলম্বে প্রধান সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, এই রাস্তার কারণে ঈদের কেনাকাটায় বাজারে আসা মানুষের দুর্ভোগের সীমা নেই।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি