ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৬ মে ২০১৫

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়ন মধুগ্রাম রাস্তার মাথাসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, করেরহাট এলাকার আবলি খায়ৈরের ছেলে খুরশিদ আলম (৪৫), উপজেলার যশপুর এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. আলম (৫০) এবং একই এলাকার হোসনে আরা (৪০)।

স্থানীয়রা জানায়, করেরহাট থেকে ছাগলনাইয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে যাত্রীবাহী চয়েজ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিক্শায় থাকা তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের আশঙ্কাজনক অবস্থায় দেখে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

ছাগলনাইয়া মডেল থানার পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জহিরুল হক মিলু/এসএস/আরআই