ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধার কবর গুড়িয়ে দিলেন সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৭ মে ২০১৫

স্বামী ও মুক্তিযোদ্ধা সন্তানের স্মৃতি চিহ্ন কবর আর মাথা গুজার ঠাঁই ভিটে মাটি হারিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন কমলা বেগম (৮৫) নামের এক মুক্তিযোদ্ধার মা। মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোড়ল স্বাধীনতার চার বছর পরই মারা যান। ছেলে হারানোর শোকে বাবা তাইজদ্দিন মোড়ল বছর না গড়াতেই মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা ছেলে আর স্বামী হারিয়ে বেঁচে থাকার জীবন যুদ্ধ শুরু হয় কমলা বেগমের বাকি দুই সন্তান নিয়ে। কোনো বেলা খেয়ে না খেয়ে আকড়ে থাকেন স্বামীর রেখে যাওয়া ভিটে মাটিটুকু নিয়ে। তাও যেন তর সইলো না। বাড়ির পাশে থাকা জমির ফসল উপড়ে ফেলেন এবং তার স্বামী আর মুক্তিযোদ্ধা সন্তানের স্মৃতি বিজড়িত কবরটি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেন সন্ত্রাসীরা।

পাশের বাড়ির প্রভাবশালী জয়নাল আকন এই মুক্তিযোদ্ধার মা কমলা বেগমের শেষ সম্বল ভিটে বাড়ি আর এক টুকরো জমি দখল করে নিয়েছেন। কমলা বেগমের অভিযোগ গত দুই-তিন দিন ধরে তার বাড়ির পাশে লাগানো রেইন্ট্রি কড়ই গাছ ১২টি (প্রায় ৩ লাখ টাকা)  সবগুলো গাছ কেটে নিয়ে যান জয়নাল আকন ও তার লোকজন। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে কমলা বেগমের বসত ঘরে হামলা চালিয়ে তাকে ঘর থেকে উচ্ছেদ করে ঘর ভেঙে নিয়ে যান। ঘরের ভেতর থাকা তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সব লুটে নেন সন্ত্রাসীরা।

এই বিষয়ে কমলা বেগমের ছোট ছেলে কুদ্দুস মোড়ল বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১০টায় লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল হক জাগো নিউজকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমজেড/এমএস