বরগুনায় মাদকসহ গ্রেফতার ৬
বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ ছয় চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার আমড়াতলা এবং কুপদোন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ২০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, মো. আজাদ, নেছার উদ্দীন ও তার স্ত্রী হাসিনা বগেম, শাকিল আহমেদ, কালু, ফিরোজ। আর আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই সিদ্দিকুর রহমান, এএসআই ইব্রাহিম, আরিফ হোসেন তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াতলা কাচাড়ি বাড়ি থেকে শাকিল, ফিরোজ ও আজাদকে তিনশ ২০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে কুপদোন গ্রামের জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সাতশ পিস ইয়াবাসহ নেছার উদ্দীন ও তার স্ত্রী হাসিনা বগেমকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের আজ আদালতে তোলা হবে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম