কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
কিশোরগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার বোন তানিয়া নাসরিন ইতি।
শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম জেলার পাকুন্দিয়া উপজেলার সালুয়াকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জগামী রড বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যায়।
গুরুতর আহত অবস্থায় তার বোনকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
নূর মোহাম্মদ/এফএ/এমএস