ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাচ্চা ছাড়াই আড়াই কেজি করে দুধ দিচ্ছে গাভী

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৭ জুন ২০১৭

গাভী দুধ দেয় এটা সবার জানা। কিন্তু দুই বছর বয়সের বকনা গরু দুধ দেয়, এটা অস্বাভাবিক। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাঁগুয়াড়দিয়াড় গ্রামের আবুল খায়েরের বাড়িতে। বকনা গরুটি এখন আড়াই লিটার করে দুধ দিচ্ছে। এ ঘটনা শুনে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে ওই বাড়িতে।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে আবুল খায়েরের বাড়িতে গিয়ে দেখা গেল, তিনি তার দুই বছর বয়সের বকনা গরুর দুধ সংগ্রহ করছেন। বকনা গরুর বাঁট থেকে গাভীর মতো অনর্গল দুধ ঝরছে। আশপাশে নেই কোনো বাছুর। এ দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড়। সংগ্রহ শেষে দেখা গেল, প্রায় আড়াই লিটার দুধ জমেছে। তিনি ২২ দিন ধরে এই গরু থেকে এভাবে দুধ সংগ্রহ করছেন।

জানতে চাইলে আবুল খায়ের জানান, দীর্ঘদিন ধরে তিনি গাভীটি পালন করছেন। দুই বছর আগে তার পালিত গাভীর বাছুর হয়। আর সেই বাছুরকে লালন-পালন করে আসছেন তিনি। ২২ দিন আগে তিনি দুই বছর বয়সী গরুকে গোসল করাতে গেলে গরুটির দুধের বাঁট ফুলা দেখে ধারণা করেন, গরুটির বাঁটে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক ওই বকনা গরু থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন ২৫০-৫০০ মিলিলিটার দুধ পান তিনি। এখন দুধ দেয়ার পরিমাণ বেড়েছে। দুধ পরিবারের সদস্যরা পান করছেন। বাড়তিটা বিক্রি করে দেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশুচিকিৎসক অভিমন্যু চন্দ্র বলেন, হরমনের কারণে এমনটা হয়। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এই দুধ সবাই খেতে পারবে।

এএম/এমএস

আরও পড়ুন