শরীয়তপুরে খাদ্য অধিদফতরের ১৯১ বস্তা চাল উদ্ধার
শরীয়তপুরে অভিযান চালিয়ে ৫০ কেজির ১৯১ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল পালং মডেল থানায় নিয়ে জমা রাখা হয়েছে। বুধবার দুপুরের দিকে শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাদ্য অধিদফতরের চাল মজুদ করে রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাচান ও জিল্লুর রহমান আংগারিয়া বাজার মেহেদী ট্রেডার্স নামে একটি গোডাউনে অভিযান চালান। এ সময় ৫০ কেজির ১৯১ বস্তা চাল জব্দ করা হয়। পরে জব্দ চাল পালং মডেল থানায় নিয়ে জমা রাখা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাচান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে। কালোবাজারি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
ছগির হোসেন/আরএআর/এমএস