ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান আর নেই

প্রকাশিত: ১০:০১ এএম, ১৮ মে ২০১৫

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ মুজিবুর রহমান মঞ্জু (৬৮) ইন্তেকাল করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি .............. রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর বাজিতপুর ডাকবাংলো মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মুজিবুর রহমান মঞ্জু ১৯৯৬ ও ২০০১ সালে কিশোরগঞ্জ-৫ আসন থেকে পর পর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে বাজিতপুর আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন শোক জানিয়েছেন।  

নূর মোহাম্মদ/এআরএ/পিআর