শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের ভিড়
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়ছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌরুটে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। এ রুটে লঞ্চে ও স্পিডবোটে তুলনামূলক যাত্রীর চাপ বেশি। তবে ফেরিতে এখনও পরিবহনের চাপ সহনীয় রয়েছে।
ঢাকা থেকে যাত্রীবাহী পরিবহনে শিমুলিয়া পর্যন্ত ও নদী পার হয়ে এসে কাঁঠালবাড়ি থেকে দক্ষিণাঞ্চলগামী জেলাগুলোর যানবাহনগুলো কিছুটা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দুপুরের পর যাত্রী চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উভয় পাড়ে অতিরিক্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) এবিএস মাহমুদ বলেন, গত দুদিনের চেয়ে আজ যাত্রী চাপ খুব বেশি। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে