চাঁদপুরে ছাত্রলীগের ২শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
চাঁদপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমানসহ ১১ জনের নাম উল্লেখ করে ২শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চাঁদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম শনিবার বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবলীগ নেতা ইকবাল বেপারীকে আটক করেছে পুলিশ।
অবশ্য শনিবার বিকেলে আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্ত হন।
আহত নেতাকর্মীদের দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। তিনি শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ ঘটনা নিয়ে কোনো অভিমত ব্যক্ত করতে রাজি হননি ডা. দীপু মনি এমপি।

অন্যদিকে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জাগো নিউজকে জানান, সাবেক ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরে গত শুক্রবার বিকেলে শপথ চত্বরে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী ও ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শপথ চত্বর মোড়ে এ ঘটনা ঘটে।
ইকরাম চৌধুরী/এমএএস/পিআর