ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলের মুখে কিটনাশক ঢেলে হত্যা

প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৫ জুন ২০১৭

চুয়াডাঙ্গার জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে এবং মুখে কিটনাশক দিয়ে নিজ ছেলেকে হত্যা করেছে পাষণ্ড বাবা। উপজেলার বেনীপুর গ্রামে রোববার দুপুরে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার বেনীপুর গ্রামের ক্যাম্প পাড়ায় বাবা নজরুল ইসলামের (৫০) সঙ্গে ছেলে শরিফুল ইসলামের (২৮) রোববার দুপুরে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে নজরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে ছেলে শরিফুল ইসলামকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে মুখে কিটনাশক ঢেলে দেয়।

এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার সময় শরিফুলের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সালাউদ্দীন কাজল/এফএ/পিআর