ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৯ মে ২০১৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন। নিহতের নাম মনি বেগম (২৪)। মঙ্গলবার বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জাগো নিউজকে জানান, কিশোরগঞ্জের জনৈক শহীদুল্লাহ বাইমাইল এলাকায় জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে ঘর ভাড়া দেয়ার ব্যবসা করেন। মনি বেগম স্বামী সাইফুল ইসলামকে নিয়ে সেখানে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। পারিবারিক বিষয় নিয়ে গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে ধর্ণার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে মনি বেগম আত্মহত্যা করেন। এসময় তার স্বামী সাইফুল ইসলাম বাড়িতে ছিলেন না।

তিনি আরো বলেন, খবর পেয়ে বিকেল ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে তিনি নিহতের গ্রামের ঠিকানা এবং কোন কারখানায় চাকরি করতেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআই