নির্বাচন অফিস বন্ধ: জনগণ সেবাবঞ্চিত
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন অফিসে প্রায় সময় তালা ঝুলে থাকে। অফিস বন্ধ থাকায় সেবাবঞ্চিত এলাকার জনগণ। এছাড়া কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ভুক্তভোগী লোকজন।
ভুক্তভোগীরা জানান, বিভিন্ন প্রয়োজনে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন অফিসে গেলে দেখা যায় বেশিরভাগ সময়ে অফিসে তালা ঝুলে থাকে। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন লোকজন। বারবার ওই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারি কাউকে পাওয়া যায় না। মঙ্গলবার সকালের দিকে নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, ২০-২৫ ভুক্তভোগী মানুষ প্রায় ৪-৫ ঘণ্টা বসে থাকার পর কর্মকর্তা-কর্মচারি কেউ অফিসে যাননি। এভাবে প্রায় সময় অফিস থাকে বন্ধ।
প্রয়োজনীয় সেবা পেতে যাওয়া স্থানীয় অধিবাসী রফিকুল আলম সাজু, ওমর ফারুক, সরওয়ার হোসেন শাহিন, শফিকুল আলম, হাফেজ ওমর ফারুক ও আবু বক্কর জাগো নিউজকে জানান, তারা দীর্ঘক্ষণ অপেক্ষার পর অফিসে কর্মকর্তা-কর্মচারি কেউ না যাওয়ায় বাড়ি ফিরে গেছেন। এছাড়াও অন্য উপজেলা রাজস্থলী নির্বাচন অফিসের কয়েক কর্মচারি জরুরি কাজে গিয়ে ওই নির্বাচন অফিসে কাউকে পাননি। পরে ক্ষুব্ধ লোকজন স্থানীয় সংবাদকর্মীদের খবর দিয়ে রাঙ্গামাটি সদর উপজেলা কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে ফলাও অভিযোগ করেন।
তারা বলেন, জাতীয় পরিচয়পত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ ভুল, স্থান্তরসহ নানা সমস্যা সংশোধনের জন্য নির্বাচন অফিসে গেছেন। কিন্তু দিনের পর দিন আসা-যাওয়া করেও নির্বাচন কর্মকর্তাকে পাওয়া যায়নি। এছাড়া ভুল তথ্য সংশোধনের জন্য মোটা অঙ্কের টাকা ছাড়া কোনো কাজ করে দেয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেকে।
এ ব্যাপারে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনকে মুঠো ফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সুশীল চাকমা/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি-তারে ঝুঁকিতে চাঁদপুর শহরবাসী
- ২ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ৩ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৪ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৫ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী