সাতক্ষীরায় বাসচাপায় হেলপার নিহত
সাতক্ষীরার কলারোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার সুমন (১৬) নিহত হয়েছে। শনিবার সকাল ৮টায় কলারোয়া উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি (যশোর-জ-১১-০০২০) দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এমন সময় যশোর থেকে সাতক্ষীরা আসা অপর একটি বাস (সিলেট-জ-১১-০৩৫৬) রং সাইড দিয়ে ঢুকে ধাক্কা দেয়। এতে হেলপার সুমন ছিটকে বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ