ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাকসুদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:১২ এএম, ০২ জুলাই ২০১৭

ফরিদগঞ্জের চাঞ্চল্যকর মাকসুদ আলম মাক্কু হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- মিরপুর গ্রামের চৌধুরী বাড়ি ওরফে চৌকিদার বাড়ির আবুল খায়ের চৌধুরীর ছেলে মাহবুব রাব্বানী মুন্না (১৮) ও মৃত ছোবহান চৌধুরীর ছেলে মমিন চৌধুরী (৪৮)।

মাকসুদ আলম মাক্কু হত্যায় তার বাবা আ. মান্নান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মুন্না এজাহার নামীয় দুই ও মমিন চার নম্বর আসামি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু নাসের জানান, চলতি বছরের ২ মে (মঙ্গলবার) সকালে মিরপুর গ্রামের চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় মাকসুদের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় মাকসুদের বাবা আ. মান্নান ওইদিনই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে মাকসুদকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, পুলিশ মামলার সূত্র ধরে ব্যাপক তদন্তের পর গত শুক্রবার সকালে মুন্নাকে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা এলাকা এবং তার স্বীকারোক্তি অনুযায়ী মমিনকে ওইদিন সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, চুরির অপবাদ দিয়ে মাকসুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। খুনিরা আত্মগোপনে গেলেও পুলিশের ভয়ে ওই ঘটনার পর পাশের চৌকিদার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে।

মুন্না ও মমিনকে গ্রেফতারের কথা স্বীকার করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র দাস জানান, শনিবার দুপুরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন চেয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রবীর চক্রবর্তী/এমএমজেড/এমএআর/এমএস

আরও পড়ুন