সলঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় হালিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সলঙ্গা থানার বেতুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সলঙ্গা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও বেতুয়া গ্রামের মৃত জফের আলীর মেয়ে।
পুলিশ জানায়, স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে যৌতুক মামলা দিয়ে হালিমা খাতুন দীর্ঘদিন ধরে ভাইদের বাড়িতে অবস্থান করছিলো। তবে হালিমা স্বামীর বাড়ি যেতে চাইলেও ভাই-ভাবীরা তাকে বাধা দেয়। এ নিয়ে ভাই ও ভাবীদের সাথে তার প্রায়ই ঝগড়া হতো। এরই এক পর্যায়ে মঙ্গলবার রাতে ভাই-ভাবীরা তাকে মারপিট করে। বুধবার সকালে স্থানীয়রা তার নিজ ঘরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে নিহতের ভাই-ভাবী পলাতক রয়েছেন।
বাদল ভৌমিক/এসএস/এমএস