মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাফিরুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাফিরুলের ছেলে রওনক আহম্মেদ (১৮)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার পর দুপুর সোয়া ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কাফিরুলের মৃত্যু হয়।
নিহত কাফিরুল ইসলাম উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের মৃত জেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাফিরুল ইসলাম মোটরসাইকেলযোগে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে জোড়পুকুরিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া-তেরাইল মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। আলগামন নিয়ে পালিয়ে যান এর চালক।
স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাফিরুলের মৃত্যু হয়। কুষ্টিয়া মেডিকেলে রওনককে ভর্তি করা হয়েছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে আনা হবে। দুর্ঘটনার জন্য দায়ী আলগামন চালককে আটকের চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম