বাগেরহাটে ইয়াবাসহ র্যাব সদস্য গ্রেফতার
ফাইল ছবি
বাগেরহাটের চিতলমারীতে পাঁচশ পিস ইয়াবাসহ আজমীর মোল্লা নামে (৩০) এক র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে চিতলমারী উপজেলার কালশিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজমীর মোল্লা বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব-৮) কর্মরত রয়েছেন।
চিতলমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আহাদ বাদী হয়ে র্যাব সদস্য আজমীর মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
আজমীর মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাঁতি গ্রামের মোল্লা নুরুল ইসলামের ছেলে। সোমবার ছুটি নিয়ে আজমীর মোল্লা গ্রামের বাড়িতে আসছিলেন।
চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সোমবার রাতে র্যাব-৮ এ কর্মরত পুলিশ সদস্য আজমীর মোল্লা দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে আসছিলেন। তিনি ইয়াবার একটি চালান নিয়ে মোটর সাইকেলযোগে চিতলমারীতে আসছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চিতলমারী-ডুমুরিয়া সড়কের কালশিরা এলাকায় অবস্থান নেয়।
আজমীর মোল্লা কালশিরা এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের গতিরোধ করে তার ব্যাগে তল্লাসি চালিয়ে তিনটি পলিথিনের ব্যাগে রাখা পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সদস্য আজমীর র্যাবে যোগদানের পর থেকে নিজ এলাকা চিতলমারীতে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে গোপন তথ্য ছিল।
সেই তথ্যের ভিত্তিতে আজমীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শওকত/এমএএস/এমএস