গাইবান্ধায় অভিযান শেষ, কিছুই পায়নি পুলিশ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শেষ করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে জঙ্গি আস্তানার সন্ধান, অস্ত্র উদ্ধার কিংবা কাউকে আটক করতে পারেননি তারা।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এ অভিযান সকাল ১০টার দিকে শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক।
অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিট, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ লাইনের পুলিশ ও ফুলছড়ি থানার পুলিশের প্রায় ৭০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। তারা ভোর থেকে ফুলছড়ির এরন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরে এ অভিযান পরিচালনা করেন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চরাঞ্চলের গ্রামগুলোতে গিয়ে কোনো পুরুষ মানুষ দেখা যায়নি। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কযেকটি চরে অভিযান পরিচালনা করে শুধু একজন ডাকাতকে আটক করা হয়।
রওশন আলম পাপুল/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা