ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:১৭ এএম, ০৮ জুলাই ২০১৭

শরীয়তপুরের ডামুড্যায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মোতালেব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে ডামুড্যা উপজেলার ধানকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, মোতালেব বিশ্বাসকে ধরতে পুলিশ  বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোতালেব বিশ্বাসকে গ্রেফতার করা হয়। সে ডামুড্যায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি।

গত ১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বান্ধবীর বাড়ির থেকে আসার সময় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায় চরমালগাঁও বিশ্বাস কান্দি গ্রামের তিন বখাটে। পরে মেয়েটিকে মুখ চাপা দিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে ছাত্রীর পরিবার তাকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তিনজনকে আসামি করে ডামুড্যা থানায় একটি মামলা করা হয়।

মো. ছগির হোসেন/এএম/আরআইপি