ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁর সংরক্ষিত বনে ৫ শাবক জন্ম দিলো মেছোবাঘ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২১ মে ২০১৫

নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান এলাকায় বন বিভাগ কর্তৃক ছেড়ে দেয়া একটি মেছো বাঘ ৫টি শাবকের জন্ম দিয়েছে। মেছো বাঘ ও তার বাচ্চাদেরকে দেখার জন্য বন এলাকায় ভীড় করছে লোকজন।

এ ব্যাপারে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, বৃহস্পতিবার বিকেলে বন এলাকার মইশড় গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মুক্তিয়ার রহমান শালবন সংলগ্ন রাস্তা অতিক্রম করার সময় একটি মেছোবাঘ ও তার ৫টি বাচ্চাকে বনের শেষ প্রান্তে দেখতে পেয়ে তাকে খবর  দেয়।

খবর পেয়ে বনবিট কর্মকর্তা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতার ভীড় সরিয়ে শাবকগুলির নিরাপত্তা নিশ্চিত করে তাদের বনের ভেতর চলে যাওয়ার সুযোগ করে দেন। দিনের আলোতেই লোকজনের মাঝে মেছো বাঘটি তাদের শাবকগুলিকে নিয়ে বনের ভেতরে ঢুকে যায়। শাবকগুলি এখন সংরক্ষিত শালবনে নিরাপদে বিচরণ করছে বলে বনবিট কমকর্তা জানান।

উল্লেখ্য,  ৪ বছর আগে দুইশ` বছরের প্রাচীন শালবন বেষ্টিত ধামইরহাট আলতাদিঘীকে জাতীয় উদ্যান ঘোষণা করা হলে ওই বনে একজোড়া মেছোবাঘ অবমুক্ত করেন বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক।

এই মেছোবাঘ ও তার ৫টি শাবককে দেখার জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক, দর্শনাথী আলতাদিঘী জাতীয় উদ্যানে ভীড় জমাচ্ছেন।

এসআরজে