ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ২১ দোকান ভস্মিভূত

প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২২ মে ২০১৫

বান্দরবানে লামা উপজেলার গজালিয়া এলাকায় গজালিয়া বাজারে আগুনে ২১ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া বাজারের মো. শহীদুল্লাহর চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়রা দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সৈকত দাশ/এমজেড/এমএস