সাতক্ষীরায় সাড়ে ৭ কেজি রুপাসহ চোরাকারবারী আটক
সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া এলাকার সাবানের মোড় থেকে সাড়ে সাত কেজি রুপাসহ ইউসুফ আলী (২৬) নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ইউসুফ আলী সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের হাসান সরদারের ছেলে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে সাত কেজি রুপাসহ চোরাকারবারী ইউসুফ আলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ