রায়পুরে বাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিউদ্দিন (৩৪) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ইকোনো সার্ভিস (ঢাকা মেট্টো-ব-১৪৬২০৩) ও সিএনজি চালিত অটোরিকশার (লক্ষ্মীপুর-থ-১১-২৬৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দ্রুতগামী ইকোনো সার্ভিসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাজল কায়েস/আরএআর/জেআইএম